নালিতাবাড়ী

রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়ানো হবে না -বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

  স্বাধীন বাংলা নিউজ ২৮ ফেব্রুয়ারী ২০২২ , ১০:০৫ পিএম অনলাইন সংস্করণ

রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়ানো হবে না -বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি



বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়ানো হবে না। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও সহ্য করার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত পোস্ট ইনভেস্টমেন্ট সামিটে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও বলেন, ব্যবসার পরিবেশ উন্নত করতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের বিকল্প নেই। করোনার মধ্যেও প্রধানমন্ত্রীর দূরদর্শীতার কারণে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি থেমে থাকেনি। জিডিপি বৃদ্ধিতে আরও বেশি বিনিয়োগ ও উৎপাদন প্রয়োজন বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এই সামিটে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের দিকে। ২০২৩ সালের মার্চে উৎপাদনে যেতে প্রস্তুত হচ্ছে এ অর্থনৈতিক অঞ্চল। এছাড়া চট্টগ্রামের মিরসরাইয়ে আরেকটি ইকোনমিক জোন তৈরি করবে জাপান।