নালিতাবাড়ী

নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমনে যুবক আহত

  স্বাধীন বাংলা নিউজ ১৯ মার্চ ২০২২ , ৯:২৯ পিএম অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমনে যুবক আহত

নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমনে যুবক আহত। 
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা গ্রামে বন্যহাতির আক্রমনে হযরত আলী (২২) নামে এক যুবক গুরুতর আহত।
শনিবার (১৯ মার্চ) দুপুরে সীমান্তবর্তী দাওধারা কাটাবাড়ী এলাকার মোহাম্মদ আলীর মানসিক প্রতিবন্ধি ছেলে নিজ এলাকার গহীন পাহাড়ে বন্যহাতির আক্রমনে গুরুতর আহত হোন।   
 
আহতের মা জয়গন বেগম জানান, শনিবার দুপুরে তাদের মানসিক প্রতিবন্ধী ছেলে হযরত আলী বাড়ী থেকে বেড়িয়ে পাহাড়ের গহীনে চড়াতে দেওয়া গরুর খোঁজ নিতে গেলে খাদ্যের সন্ধানে নেমে আসা বন্যহাতি তার উপর আক্রমণ চালায়। তাকে শুঁড় দিয়ে পেচিয়ে এবং বা দিয়ে পিষে গুরুতর জখম করে। এসময় আহত হযরত আলী ও হাতির চিৎকার শোনে পাহাড়ে গরু চড়াতে যাওয়া সৈয়দ আলী ও মোখলেছসহ অন্যরা গিয়ে তাকে উদ্ধার করে। পরে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের মধুটিলা রেঞ্জকর্মকর্তা আব্দুল করিম জানান, আমরা ইতিমধ্যেই আহতদের পরিবারের সাথে যোগাযোগ করেছি। আবেদন সাপেক্ষে নিয়ম অনুযায়ী আহত ব্যক্তিকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া বন্যহাতি দ্বারা যে কেউ যে কোন ধরণের ক্ষতির শিকার হলে সরকারীভাবে সে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।
গত কয়েকমাস ধরে স্থানীয় কৃষি জমি এবং বাসস্থানে হানা দিচ্ছে বন্যহাতির দল। 
এতে ক্ষতি হচ্ছে  ফসল, গাছপালা, বাড়ি সহ আহত হচ্ছে সাধারণ মানুষ। 
 ৩০/৪০টি বন্যহাতির একটি দল উপজেলার দাওধারা-কাটাবাড়ী এলাকার পাহাড়ে অবস্থান করছে। আর ক্ষয়ক্ষতি করে যাচ্ছে।  
নিউজ হয়েছে অনেক, সরকার স্থানীয় ভাবে অনেক সমাধানের চেষ্টা করে যাচ্ছে। কিন্তু স্থানীয় এখনো সমাধানের ব্যবস্থা হয়নি।