নালিতাবাড়ী

ঝিনাইগাতীতে তথ্যকেন্দ্রের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

  স্বাধীন বাংলা নিউজ ৩১ মার্চ ২০২২ , ৯:৫৫ পিএম অনলাইন সংস্করণ

ঝিনাইগাতীতে তথ্যকেন্দ্রের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত



ঝিনাইগাতীতে তথ্যকেন্দ্রের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তথ্য আপাঃ প্রকল্প (২য় পর্যায়) -এর আয়োজনে আজ সকাল ১১ ঘটিকায় ঝিনাইগাতী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রামের কুড়া গ্রামের মোঃ রায়হান আলীর বাড়ির উঠানে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 
তথ্য সেবা কর্মকর্তা সাবিহা সুলতানা এর সভাপতিত্বে এ উঠান বৈঠক.. 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ফারুক- আল- মাসুদ।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ সামসুল আলম (সাবেক ডেপুটি কমান্ডার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ঝিনাইগাতী, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ (সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ ঝিনাইগাতী) এবং ঝিনাইগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ শাহাদৎ হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
উক্ত উঠান বৈঠকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতার বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আলোচনা করা হয়।
রামের কুড়া গ্রামের অর্ধ শতাধিক নারী অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গল্প শুনেন।