নালিতাবাড়ী

নালিতাবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ

  স্বাধীন বাংলা নিউজ ১১ এপ্রিল ২০২২ , ৩:২১ পিএম অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ



 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ।    

শাহাদত তালুকদার স্টাফ রিপোর্টারঃ     

শেরপুরের নালিতাবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকের মাঝে খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

১১এপ্রিল২০২২সোমবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগীতায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সকালে পরিষদ চত্বরে  বিতরণে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা ওয়াসিফ রহমান। 
উপজেলার ৯৫০জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি করে আউশধান বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
এসময় কৃষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বক্তব্যে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন আমাদের নকলা- নালিতাবাড়ী সাংসদ, সাবেক সফল কৃষিমন্ত্রী অগ্নি কন্যা মতিয়া চৌধুরী মাধ্যমে বাংলাদেশ কৃষিতে সফল হয়েছে,মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। কৃষকদের মাঝে আজ আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হচ্ছে, আমরা চেষ্টা করবো সবাই মিলে, এই ৯৫০ জন কৃষক যেনো আউশ ধান আবাদ করে ভালো ফলন উৎপাদন করে সরকারের যে উদ্দেশ্যে তা সফলে রূপান্তরিত হয় ।                       
.