নালিতাবাড়ী

নালিতাবাড়ীতে হৃদয়ে ৭১ শুভ উদ্বোধন।

  স্বাধীন বাংলা নিউজ ৩ নভেম্বর ২০২২ , ৯:২৩ পিএম অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে হৃদয়ে ৭১ শুভ উদ্বোধন।



নালিতাবাড়ীতে হৃদয়ে ৭১ শুভ উদ্বোধন। 
শেরপুরের নালিতাবাড়ীতে মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে সাজানো ‘হৃদয়ে একাত্তর’ উদ্বোধন করা হয়েছে ।
বৃহস্পতিবার ৩ নভেম্বর উপজেলা পরিষদের পুকুরের উপর নান্দনিকভাবে তৈরি হয়েছে । 
স্থাপনাটির শুভ উদ্বোধন করেন শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার।
এছাড়াও উদ্বোধনে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আলম, পৌর মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক আহমেদ বকুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর,আলহাজ্ব মাওলানা জামাল উদ্দিন, ডাঃবিল্লাল হোসেন চৌধুরী, প্রেসক্লাব নালিতাবাড়ী সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংবাদিক এম এ উজ্জ্বল,নালিতাবাড়ী উপজেলা যুব রেড ক্রিসেন্ট এর দল নেতা সাংবাদিক শাহাদত তালুকদার, বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মহান মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ মুক্তিযুদ্ধে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ছবি, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বিভিন্ন বই, ভাষা আন্দোলনের ছবি এবং বইসহ মুক্তিযুদ্ধের নানা ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে ‘হৃদয়ে একাত্তরে’। টিআর ও জেলা প্রশাসনের ফান্ড থেকে প্রায় দশ লাখ টাকা ব্যয়ে এ স্থাপনাটি নির্মাণ করা হয়।
দর্শনার্থীদের জন্য হৃদয়ে একাত্তর বিশেষ দিবস গুলোতে উন্মুক্ত থাকবে।
এমন উদ্যোগ নিয়ে বাস্তবায়নে রুপ দেওয়ায় 
জেলা প্রশাসক সহ সকলের প্রশংসায় প্রশংসিত হন ইউএনও হেলেনা পারভীন।