নালিতাবাড়ী

নালিতাবাড়ী থেকে দিনে দুপুরে সার পাচার-আবার মামলা-বাদী ভারপ্রাপ্ত কৃষি অফিসার।

  স্বাধীন বাংলা নিউজ ২৩ ফেব্রুয়ারী ২০২৩ , ১১:০৬ পিএম অনলাইন সংস্করণ

নালিতাবাড়ী থেকে দিনে দুপুরে সার পাচার-আবার মামলা-বাদী ভারপ্রাপ্ত কৃষি অফিসার।



নালিতাবাড়ী থেকে দিনে দুপুরে সার পাচার -আবার মামলা-বাদী ভারপ্রাপ্ত কৃষি অফিসার। 
নালিতাবাড়ী থেকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার যাওয়ার রোডে এক ট্রলি সার পাচারের ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা করা হয়েছে। সার পরিবহন ও কালোবাজারীর অভিযোগে সুমন শীল(৩২) নামে এক ব্যক্তির স্বীকারোক্তিতে আসামী করে নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও ভারপ্রাপ্ত কৃষি অফিসার মো: আনোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা করেন।
জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারী দুপুরে কৃষি মন্ত্রণালয়ের বিএডিসি থেকে ভর্তুকি মূল্যে শেরপুর জেলার জন্য সরবরাহকৃত ১৬০ বস্তা (৮টন) এমওপি সার অধিক মুনাফার আশায় নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা সাহাপাড়া মহল্লার সুমন শীল নামের এক ব্যক্তি ট্রলি দিয়ে পাচারের উদ্দেশ্যে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পাঠাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কৃষি অফিসার মো: আনোয়ার হোসেন কৃষি অফিসের অফিস সহকারী মো: সোহেল রানাকে সাথে নিয়ে মরিচপুরান ইউনিয়ন পরিষদ সংলগ্ন বোর্ডঘর বাজারে গিয়ে সারবাহী ট্রলিটিকে আটক করেন। ঘটনা আঁচ করতে পেরে ট্রলি চালক তৎক্ষনাৎ দৌড়ে পালিয়ে যান। পরবর্তীতে আটককৃত ট্রলি ও সার জব্দ করে উপজেলা কৃষি অফিসের গোডাউনে রাখা হয়।
ভারপ্রাপ্ত কৃষি অফিসার মো: আনোয়ার হোসেন বলেন, অবৈধভাবে পাচারের সময় সারগুলো জব্দ করা হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষ এবং উপজেলা বীজ ও সার মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পাচারকারী সুমন শীলার স্বীকারোক্তিতে তাকে মেনশন করে তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।