নালিতাবাড়ী

শেরপুরের ঝিনাইগাতীতে আমনচুড়ি বিলে বাঁধ দেওয়ার কারণে ৫০/৬০ একর জমির ফসল বিনিষ্ট

  স্বাধীন বাংলা নিউজ ২১ অক্টোবর ২০২৩ , ৯:১০ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরের ঝিনাইগাতীতে আমনচুড়ি বিলে বাঁধ দেওয়ার কারণে ৫০/৬০ একর জমির ফসল বিনিষ্ট

মিজানুর রহমান, (ঝিনাইগাতী) শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর ইউনিয়নের আমনচুড়ি বিলে সেতুর পিছনে বাধঁ দেওয়ার কারণে ৫০/৬০ একর জমির আমন ফসল বিনষ্ট হওয়ার আভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে প্রকাশ বন্যা ও বৃষ্টির জমাকৃত পানি সব সময় চৌমনিয়া(রন্জনা) খাল দিয়ে প্রবাহিত হয়। মৃত শহিদুল্লাহ ছেলে রাকিবুল ইসলাম ও রিটন মিয়া জমির উপরে জমাট থাকা পানি বাঁধ দিয়ে আটকে হেঙ্গা দিয়ে মাছ ধরে আসছে। যার ফলে ফসলে পানি আটকে থেকে জমির ফসল বিনষ্ট হয়ে গেছে ।

এলাকাবাসীর পক্ষ থেকে আব্দুল কাদের বাদশা সকলের সাক্ষর নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর সেতুর পিছনে বাঁধ ভেঙ্গে দেওয়ার জন্যে আবেদন করে কৃষি অফিস সহ অনুলিপি প্রেরণ করেছেন। এলাকাবাসীরা জনান এই বাঁধ দেওয়ার ফলে পানি নিস্কাশন না হতে পেরে ৫০/৬০ একর জমির আমন ফসল বিনষ্ট হয়ে গেছে। তারা আরো জানান আমরা কৃষি কাজের উপর নির্ভরশীল আমন ফসল নষ্ট হওয়ার কারণে আমাদের এবার খুবই কস্ট হবে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া জানান আমি অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।