নালিতাবাড়ী

নালিতাবাড়ী থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া প্রতারক গ্রেফতার।

  স্বাধীন বাংলা নিউজ ৩ মে ২০২৩ , ১২:৫৪ এএম অনলাইন সংস্করণ

নালিতাবাড়ী থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া প্রতারক গ্রেফতার।



নালিতাবাড়ী থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া প্রতারক গ্রেফতার।

 প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা থেকে শুরু করে সকল দপ্তরের কর্মকর্তার পরিচয় দিয়ে চাকরির নিয়োগ দেওয়ার কথা বলে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নেওয়ায় ছিলো তার কাজ। এমন একজন প্রতারক কে গ্রেফতার করেছেন নালিতাবাড়ীর থানা পুলিশ। 

২মে মঙ্গলবার শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের উত্তর বাজার এলাকা হতে অভিযুক্ত মোঃ মুরাদুজ্জামান মুরাদ (৩০) নামের এই প্রতারককে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে নালিতাবাড়ী থানা পুলিশ।

এ নিয়ে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার রায়হানা ইয়াসমিন বলেন
গ্রেফতারকৃত প্রতারক ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা মোঃ জয়নাল আবেদীনের ছেলে। 

এই ব্যক্তি বিভিন্ন সময় নিজেকে সরকারী উর্ধতন কর্মকর্তা কিংবা মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচয় দিয়ে বেকার যুবক সহ বিভিন্ন সাধারন বেকার মানুষের চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে এবং ভুয়া চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে বিভিন্ন মানুষের নিকট হতে মোটা অংকের টাকা আত্মসাত করে আসছিলো অনেকদিন যাবত। তার নামে এমন প্রতারণার শীরবদ্রী থানায় মামলা করা হয়েছে। অতঃপর নালিতাবাড়ী উপজেলায় আজ সেই একই প্রতারনা পরিচালনা করা মুহুর্তে আটক হয়।

 এর আগেও এই একই প্রতারনার অভিযোগে র‍্যাব- ১৪ জামালপুর রেঞ্জের কাছে ও গ্রেফতার হয়েছিলো এই ব্যক্তি।