দেশজুড়ে

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় চুক্তিতে প্রক্সি দিতে এসে যুবক আটক

  স্বাধীন বাংলা নিউজ ১৭ মার্চ ২০২৪ , ১০:৫৬ পিএম অনলাইন সংস্করণ

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় চুক্তিতে প্রক্সি দিতে এসে যুবক আটক

অমিত হাসান ইমন,( ময়মনসিংহ জেলা) প্রতিনিধিঃ
ময়মনসিংহে পুলিশের কনস্টেবল পদে লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ধরা পড়েছেন এনামুল হক (৩২) নামে এক যুবক। রোববার (১৭ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


পুলিশ জানায়, বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল টি আর সি পদে শনিবার ময়মনসিংহের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সাখুয়া মাঝেরচর গ্রামের কিসমত আলীর ছেলে মো. হাবিবুর রহমানের পরিবর্তে প্রবেশপত্র হাতে পরীক্ষা দিতে যান প্রতারকচক্রের সদস্য এনামুল হক। তিনি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

এনামুলের সঙ্গে একই এলাকার মেছের আলীর ছেলে মো. শাহজালাল ইসলাম (৩০) পুলিশ কনস্টেবল পদে প্রক্সি পরীক্ষা দিতে চুক্তি করে। গত ৯ মার্চ ঢাকার ফার্মগেট এলাকায়। ২০ হাজার টাকা চুক্তিতে হাবিবের পরিবর্তে এনামুল পরীক্ষা দিতে যান। পরীক্ষার আগে ১০ হাজার টাকা নিলেও পরীক্ষা শেষে আরও ১০ হাজার টাকা নেওয়ার কথা ছিল এনামুলের।

কিন্তু পরীক্ষা কেন্দ্রের যাওয়ার সময় বয়স বাহ্যিক অবস্থা দেখে ডিবি পুলিশের সন্দেহ হলে যাচাইছে ধরা পড়ে যান এনামুল। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানতে পারে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, চুক্তিকে পুলিশের নিয়োগ পরীক্ষা দিতে এসে ধরা পড়ে এনামুল।

এ ঘটনায় মোট তিনজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এনামুলকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। তবে এদিন রিমান্ড শুনানি হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।