শেরপুর

শেরপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

  স্বাধীন বাংলা নিউজ ২ জানুয়ারী ২০২৪ , ১২:৫৬ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

মেহেদী হাসান শামীম,
শেরপুর প্রতিনিধি: “সমাজ সেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২ (জানুয়ারি) মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদফতর ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জাইগায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের তুলশীমালা ট্রেনিং কাম-কম্পিউটার ল্যাব এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক এ,টি,এম আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা হাসান শরাফতের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: মুকতাদিরুল আহমেদ।

তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক দেশের অবহেলিত জনগোষ্ঠী আজ সুফল পাচ্ছে। সেই সাথে দেশ এগিয়ে যাচ্ছে এবং প্রতিবন্ধীসহ অন্যান্য প্রতিবন্ধীরাও আর অবহেলিত নয়, তারাও সমাজে অন্যান্য মানুষের মত সামাজিক মর্যাদা পাচ্ছে।

এসময় অন্যান্যের মধ্যে জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, শহর সমাজসেবা কর্মকর্তা মো: হাসানুজ্জামানসহ জেলা সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, সাংবাদিক উপস্থিত ছিলেন।