নালিতাবাড়ী

সেঁজুতি বিদ্যানিকেতনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

  স্বাধীন বাংলা নিউজ ১৪ ডিসেম্বর ২০২৩ , ২:১৮ পিএম অনলাইন সংস্করণ

সেঁজুতি বিদ্যানিকেতনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

শেরপুর নালিতাবাড়ীতে সেঁজুতি বিদ্যানিকেতনের আয়োজনে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন শিক্ষক এসএম হান্নান।সকাল ১০টায় সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবকের সমন্বয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মোৎসর্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জহুরুল হক,শিক্ষক মাহমুদুল আহসান লিটন,শিক্ষক এসএম হান্নান।
শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে শক্তিতে পরিণত করার আহবান জানিয়ে আলোচনা পর্বের সমাপ্তি ঘোষণা করেন প্রিন্সিপাল মুনীরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য হাফিজুর রহমান খোকন,উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক নজরুল ইসলাম,কবি অবনি অনিমেষ,শিক্ষক শান্তি সাহা,দিলারা বেগম,রওনক রুনি,মনি গাঙ্গুলী, তনিমা ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে সেঁজুতি বিদ্যানিকেতন ক্যাম্পাসে শিশুদের হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।