দেশজুড়ে

শেরপুরের কুসুমহাটিতে মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ

  স্বাধীন বাংলা নিউজ ৯ ডিসেম্বর ২০২৩ , ১২:৩৩ এএম অনলাইন সংস্করণ

শেরপুরের কুসুমহাটিতে মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ

মেহেদী হাসান শামীম,
শেরপুর প্রতিনিধি: ‘মানবতার কল্যাণে এসো কাজ করি সকলে মিলে’ এ স্লোগানে সামাজিক সংগঠন মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন এর আত্মপ্রকাশ হয়েছে। ৮ ডিসেম্বর শুক্রবার বিকেলে শেরপুর শহরের কুসুমহাটি বাজারস্থ মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উদ্ভোদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন লছমনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: সেলিম মিয়া।

মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য শেখ ফরিদ এর সভাপতিত্বে ও মো: বিপুল আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা পরিচালক আল আমিন রাজু, শেরপুর রিপোর্টার্স ইউনিটি সহ-সভাপতি আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন, রক্তসৈনিক শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক মেহেদী হাসান শামীম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সমাজকর্মী আলমগীর হোসেন, যুবলীগ কর্মী মতিউর রহমান মতি, ছাত্রলীগের সদস্য মো: সোহান জামেলী, এস এম সেতু আহমেদ, রক্তসৈনিক পৌর আহবায়ক রকিবুল হাসান অন্তর, রক্তসৈনিক মেহেদী হাসান সিফাত, মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, মো: ময়নাল হক, রাজু আহম্মেদ, রফিকুল ইসলাম, মামুন মিয়া, জিতুল আহমেদ, মামুন শেখ, কারিমুল,  সোহেল রানা, মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সফলতা কামনা করেন বলেন, সামাজিক সংগঠন মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন -এর অন্যতম ভূমিকা থাকবে মাদকমুক্ত সমাজ, নিরক্ষরতা দূর, বাল্যবিবাহ রোধ, গরিব-দুখী মানুষের উপকার করা এবং সামাজিক কুসংস্কার দূর করা। বিশেষ করে মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন -এর সকল সদস্যরা গ্রামের সকলের প্রয়োজনে সহযোগিতা করতে এগিয়ে আসতে হবে।