দেশজুড়ে

নকলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

  স্বাধীন বাংলা নিউজ ১৯ এপ্রিল ২০২৪ , ৪:১৪ পিএম অনলাইন সংস্করণ

নকলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

সৌরভ আহমেদ সজিব, নকলা প্রতিনিধি:

শেরপুরের নকলায় ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

১৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সুজন মিয়া। মূখ্য আলোচক ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. মো. আব্দুল আহাদ।

স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. ইসহাক আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন,
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আলমগীর আজাদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান বিদ্যুৎ, ফিড ব্যবসায়ী শফিকুল ইসলাম, খামারী পান্না বেগম ও রাজিব হাসান প্রমুখ।

অনুষ্ঠান শেষে খামারীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক পুরস্কার দেওয়া হয়। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ফিড ব্যবসায়ী, খামারী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।