দেশজুড়ে

শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  স্বাধীন বাংলা নিউজ ৯ ডিসেম্বর ২০২৩ , ৩:৫০ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

মেহেদী হাসান শামীম,
শেরপুর প্রতিনিধি: ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার সকালে জেলা প্রশাসন, দুদক সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন, পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সকালে শহরের থানামোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ারে দুর্নীতিবিরোধী মানববন্ধন শুরু হয়। পরে মানববন্ধন শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পদোন্নতিপ্রাপ্ত উপসচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদক জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুহুল আমিন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবীর, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান তপন প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্য মধ্যে আরও উপস্থিত ছিলেন দুদক জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, উপসহকারী পরিচালক জিহাদুল ইসলামসহ জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।