ময়মনসিংহ

এক কেন্দ্রে পুনরায় ভোট চান আ.লীগ প্রার্থী

  স্বাধীন বাংলা নিউজ ১৯ নভেম্বর ২০২১ , ৩:৩১ এএম অনলাইন সংস্করণ

এক কেন্দ্রে পুনরায় ভোট চান আ.লীগ প্রার্থী

 ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবি করেছেন দুই প্রার্থী। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী সাইফুল ইসলাম এ দাবি জানান। তাঁর সঙ্গে ছিলেন সদস্যপ্রার্থী হারুন অর রশিদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার কাওয়ালীজান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাঁদের এজেন্টদের বের করে দিয়ে ভোট কারচুপি করা হয় এবং ফল ঘোষণার সময় কেন্দ্রের বাইরে বেশ কিছু খালি ও সিল মারা ব্যালট পাওয়া যায়।

প্রিসাইডিং কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের অভিযোগ সমাধানে প্রতিশ্রুতি দিলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। পুনর্নির্বাচনের দাবিতে গতকাল সোমবার জেলা প্রশাসক, নির্বাচন কর্মকর্তা ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

নড়াইল ইউনিয়নে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন। তিনি আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচনে আনারস প্রতীকে অংশ নেন।