ময়মনসিংহ

ফুলপুরে ভারতীয় মদ সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  স্বাধীন বাংলা নিউজ ১০ এপ্রিল ২০২৩ , ৩:৪৩ পিএম অনলাইন সংস্করণ

ফুলপুরে ভারতীয় মদ সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার



ফুলপুরে ভারতীয় মদ সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
 
ময়মনসিংহের ফুলপুরে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় সদ সহ কুখ্যাত মাদক ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ আল্লাছ আলী (২৮) ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা গ্রামের আঃ রহমান ও ছালেমা বেগমের ছেলে।
সেকেন্ড অফিসার(এসআই) সুমন মিয়া সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে জানান, ৮ই এপ্রিল অবৈধ মাদক দ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সদর ইউনিয়নের ঠাকুর কাথাই (সর্চাপুর) জালাল মিয়ার চায়ের দোকানের দক্ষিণ পার্শ্বে ফাঁকা জায়গায় কতিপয় লোকজন আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী মদ বেচাকেনার জন্য অবস্থান করছে। পরে ওসি মহোদয়ের দিকনির্দেশনায় আমি সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ)/আলমগীর হোসেন, এএসআই(নিঃ)/ রতন চৌধুরী, এএসআই (নিঃ)/ ফরহাদ আল মামুন সহ একটি টিম নিয়ে রাত সাড়ে ১০টায় অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসারের সহায়তায় উপরোক্ত আসামীকে হাতে নাতে গ্রেফতার করিতে সক্ষম হই এবং উক্ত সময় ০১ জন অজ্ঞাতনামা আসামী দৌঁড়ে পালিয়ে যায়। আটককৃত আসামী মোঃ আল্লাছ আলীর ডান হাতে থাকা একটি প্লাষ্টিকের বাজারের ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতর বিশেষ কায়দায় আলাদা আলাদা ভাবে পেপার কাগজ দ্বারা মোড়ানো একত্রে রক্ষিত অবস্থায় তার হেফাজত থেকে ৮টি ভারতীয় তৈরী ইনটেক কাঁচের বোতল ভর্তি মদ উদ্ধার করি। প্রতিটি বোতলের কাগজের লেবেলে ইংরেজীতে MASTER BLENDER’S SIGNATURE WHISKY NET QTY 150ml 75 Proof 42. 8% V/V. MANUFACTURED BY CMJ BREWERIES PRIVATE LIMITED,District MEGHALAYA-793101, Produce ” of INDIA সহ ইংরেজীতে আরও অনেক কিছু লেখা আছে ও কাঁচের বোতলের গায়ে খোদাই করিয়া ইংরেজীতে MASTER BLENDER’S SIGNATURE WHISKY লেখা আছে, যাহার প্রতিটির ওজন 750ml. প্রতিটি বোতলের মূল্য অনুমান ৩,০০০/-টাকা সর্ব মোট মূল্য ২৪,০০০টাকার মদ উদ্ধার করে থানায় হাজির করে এজাহার দায়ের করি। ফুলপুর থানার জি.ডি নং- ৪১৬ তাং- ০৮/০৪/২০১৩ ইং।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে জানান, ৮টি ভারতীয় তৈরী ইনটেক কাঁচের বোতল ভর্তি মদ উদ্ধার করা হয়। তবে পলাতক আসামীর ব্যপারে আসামী মোঃ আল্লাছ আলী কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে পলাতক আসামীর নাম ঠিকানা জানেনা বলে প্রকাশ করে। আরো জানান উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং সে তাহার সহযোগী অজ্ঞাতনামা পলাতক আসামীকে নিয়া দীর্ঘ দিন যাবৎ ভারতীয় তৈরী মাদক দ্রব্য অ্যালকোহল অবৈধভাবে আমদানী করে ঘটনাস্থল সহ ফুলপুর থানার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল বলে জানা যায়। আসামী মোঃ আল্লাছ আলী সহ অজ্ঞাতনামা ০১ জন আসামী পরস্পর যোগসাজসে ভারতীয় তৈরী মাদক দ্রব্য আলকোহল অবৈধভাবে আমদানী করিয়া বিক্রয় করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণীর ক্রমিক নং-২৪ (ক) ধারার অপরাধ করিয়াছে বিধায় উক্ত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে ৯ এপ্রিল রবিবার আদালতে পাঠানো হয়েছে। এবং অজ্ঞাতনামা পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা সহ আরো মাদকদ্রব্য উদ্ধারের চেষ্টা চলছে।