নালিতাবাড়ী

সমশ্চূড়া উচ্চ বিদ্যালয়ে সদস্য নির্বাচন ২০২১ অনুষ্ঠিত

  স্বাধীন বাংলা নিউজ ৪ ডিসেম্বর ২০২১ , ৫:৫৭ পিএম অনলাইন সংস্করণ

সমশ্চূড়া উচ্চ বিদ্যালয়ে সদস্য নির্বাচন ২০২১ অনুষ্ঠিত

সমশ্চূড়া উচ্চ বিদ্যালয়ে সদস্য নির্বাচন ২০২১ অনুষ্ঠিত।

শাহাদত তালুকদার স্টাফ রিপোর্টারঃ   
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাও  ইউনিয়নের সমশ্চূড়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হলো।
৪ডিসেম্বর শনিবার সমশ্চূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এর আয়োজনে অভিবাবক সদস্য নির্বাচনে অংশ গ্রহণ করেছেন ৬ জন প্রার্থী, ৬ টি সংখ্যায় ।
৩/মোঃ আছর আলী
৪/মোঃআবু সাহেদ
৫/মোহাম্মদ আলী
৬/ইস্রাফিল হোসেন
৭/মোঃ তোতা মিয়া
৮/মতিলাল কোচ
অভিবাবক ভোটার সদস্য ৭৪৬ জন। 
ভোট কাস্ট হয়েছে ৩৬২ টি।
উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দ্বায়িত্ব পালন করেছেন মাধ্যমিক একাডেমি সুপার শাহ জামাল । 
সহকারী প্রিজাইডিং হিসাবে ছিলেন রবিউল ইসলাম বিলাস,আবুতালেব। 
পোলিং হিসাবে ছিলেন মাসুদ রানা,মুসসেদ আলম।
ভোট গ্রহণ শুরু হয় সকাল ১০ঃ০০ ঘটিকা থেকে বিকাল ৩ঃ০০ ঘটিকা পর্যন্ত ।   
নির্বাচনে মোট ভোট পেয়েছেনঃ
৩/মোঃ আছর আলী ২২৬ ভোট পেয়েছেন, 
৪;মোঃআবু সাহেদ ২২৩ ভোট পেয়েছেন, 
৫/মোহাম্মদ আলী ২৪৫ ভোট পেয়েছেন, 
৬/ইস্রাফিল হোসেন ১১৬ ভোট পেয়েছেন, 
৭/মোঃ তোতা মিয়া ২৬৬ ভোট পেয়েছেন, 
৮/মতিলাল কোচ ৮৮ ভোট পেয়েছেন,। 
বিজয়ী চারজন হলেন.. তোতা মিয়া, মোহাম্মদ আলী, আছর আলী, আবু সাহেদ আলী । 
নির্বাচন বিষয়ে প্রার্থী এবং শিক্ষার্থী অভিবাবকরা বলেন অবাধ সুষ্ঠু নিরোপক্ষ নির্বাচন হয়েছে।
নির্বাচন বিষয়ে উক্ত মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন অভিবাবক সদস্য নির্বাচন সকাল ১০ঃ০০ ঘটিকা থেকে বিকাল ৩ঃ০০ ঘটিকা অব্দি সুন্দর পরিবেশে সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়েছে, আমাদের এই নির্বাচনে  প্রিজাইডিং অফিসার মাধ্যমিক এডোকেশন অফিসার সহ সহকারী প্রিজাইডিং পোলিং, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক সহ সকল প্রার্থী, এজেন্ট দের ধন্যবাদ জানাই সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য  ।
এই বিষয়ে প্রিজাইডিং অফিসার বলেন আমরা অবাধ নিরপেক্ষ ভাবে নির্বাচন পরিচালনা করেছি।এবং রেজাল্ট ঘোষণা মাধ্যমে সমাপ্তি করেছি।
নালিতাবাড়ী থানার এস আই আনোয়ারুল বলেন খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে।