নকলা

নকলায় পাবলিক লাইব্রেরী জন্য দাবি হাজারো মানুষের

  স্বাধীন বাংলা নিউজ ১১ মার্চ ২০২২ , ১১:৩৬ পিএম অনলাইন সংস্করণ

নকলায় পাবলিক লাইব্রেরী জন্য দাবি হাজারো মানুষের



নকলায় পাবলিক লাইব্রেরী জন্য দাবি হাজারো মানুষের
নিজস্ব প্রতিনিধি:- হাসান মিয়া
( স্বাধীন বাংলা নিউজ ডেস্ক)
শেরপুর জেলার নকলা উপজেলায় পাবলিক লাইব্রেরীর জন্য হাজারো শিক্ষার্থী ও লোকজনের বহুদিন ধরেই দাবি জানাচ্ছে নকলা উপজেলা তে একটি পাবলিক লাইব্রেরী স্থাপনের জন্য । কিন্তু বার বার দাবি জানানোর পর ও কোন সাড়া মিলছে না লাইব্রেরী স্থাপনের । গত কিছুদিন আগে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রায় ২ শতাধিক পোষ্ট হয়েছে পাবলিক লাইব্রেরীর স্থাপনের দাবি জানিয়ে। 
বহুমুখী শিক্ষার একমাত্র উন্মোক্ত মাধ্যম হচ্ছে লাইব্রেরী বা পাঠাগার। পাঠাগারকে একটি মহাবিদ্যালয়ের সাথে তুলনা করা যায়।
কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁদিয়া রাখিতে পারিত যে , সে ঘুমাইয়া পড়া শিশুটির মত চুপ করিয়া থাকিত, তবে সে নীরব মহা শব্দের সহিত এই লাইব্রেরীর তুলনা হয়তো। 
সভ্যতা ও সংস্কৃতির সাথে অতীত ও বর্তমানের সাথে সেতুবন্ধন স্থাপন করে পাঠাগার। এখানে হাত দিলেই হাতের স্পর্শে জ্ঞানের রাজ্যে সাঁতার কাটানো যায়। কালো কালো অক্ষরে বাঁধা হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি-সম্ভার, গুণীদের বাণী হাতের নাগালে পেতে একটি লাইব্রেরী/পাঠাগার দরকার। পাঠাগারে সমৃদ্ধ হোক আমাদের সাহিত্য।
নকলা বাসীর আবেদন তাদের উপজেলায় যেন দ্রুত একটি পাবলিক লাইব্রেরী স্থাপন হয় ।