নকলা

নকলায় পরিসংখ্যান দিবস উদযাপিত

  স্বাধীন বাংলা নিউজ ২৮ ফেব্রুয়ারী ২০২৩ , ৭:২০ পিএম অনলাইন সংস্করণ

নকলায় পরিসংখ্যান দিবস উদযাপিত



নকলায় পরিসংখ্যান দিবস উদযাপিত
হাসান মিয়া,
নকলা (শেরপুর) প্রতিনিধি:
‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ প্রতিপাদ্যে শেরপুরের নকলায় পরিসংখ্যান দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের যৌথ আয়োজনে র‌্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জুনিয়র পরিসংখ্যান সহকারী আতিকুর রহমান ও রিমা আক্তার, চেইনম্যান বিপ্লব কুমার বাদুরী, উপজেলা মৎস্য অফিসসহ বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশা শ্রেনীর লোকজন উপস্থিত ছিলেন।