নকলা

ময়মনসিংহের ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন এক স্কুল শিক্ষার্থী

  স্বাধীন বাংলা নিউজ ১৩ মার্চ ২০২২ , ১১:২০ পিএম অনলাইন সংস্করণ

ময়মনসিংহের ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন এক স্কুল শিক্ষার্থী



ময়মনসিংহের ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন এক স্কুল শিক্ষার্থী
নিজস্ব প্রতিনিধি: হাসান মিয়া (স্বাধীন বাংলা নিউজ ডেস্ক)
ময়মনসিংহ সদরে ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক ছাত্রী।
জানা যায় রবিবারের দুপুরে ময়মনসিংহের নগরে বাণিজ্যিক এলাকায় স্বদেশী বাজারের মোড়ে রাইট পয়েন্ট নামক ৬ তালা ভবন থেকে লাফ দিয়ে আর্কা প্রিয়া শ্রীজাধর নামে এক স্কুল ছাত্রী দিয়ে আত্মহত্যা করেন।
শ্রীযা ধর স্কুলছাত্রী ময়মনসিংহ কর্মাস কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও গবেষক স্বপন ধরের কন্যা।
সে সরকারি বিদ্যাময়ী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলেন ।
পরিবার পরিবার সংশ্লিষ্ট সূত্রগুলো
আত্মহত্যার কারণ এখনো জানাতে পারিনি। তবে আর্কা প্রিয়া শ্রীযাধর নামে এ ছাত্রী মৃত্যুর আগে ফেসবুকে মা ও ভাইকে মূলত দায়ী করে ফেসবুকে একটি পোষ্ট দেয়। তাতে উল্লেখ করেন “বাবা মার সাথে একটু ঝগড়া
কি মইরা যাওয়া লাগে ,গিয়ে দেখেন গা ,একদিনের ঝগড়া ছিল না ।কি পরিমান মানসিক চাপ দিলে একটা মানুষ মরতে যাই নিজে থেকে।আমি নিজে যতদিন ধরে ট্রাই করতেছি আমি দেখতেছি , তিন বছর ধরে সুইসাইডের চিন্তা কইরা এতদিনে সাহস হয়ছে”।এমন স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করে এই ছাত্রী।
এদিকে ময়মনসিংহের কতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ খবরের সত্যতা নিশ্চিত করে জানান ,হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।