নকলা

বিশ্ব পরিবেশ দিবসে নকলা মানবিক সহায়তা যুব সংস্থার বৃক্ষরোপণ

  স্বাধীন বাংলা নিউজ ৫ জুন ২০২২ , ৮:৩২ পিএম অনলাইন সংস্করণ

বিশ্ব পরিবেশ দিবসে নকলা মানবিক সহায়তা যুব সংস্থার বৃক্ষরোপণ



বিশ্ব পরিবেশ দিবসে নকলা মানবিক সহায়তা যুব সংস্থার বৃক্ষরোপণ 
 এ.এম.ফিরোজ,নকলা উপজেলা প্রতিনিধিঃ
শেরপুর জেলার নকলা উপজেলায় বৃক্ষরোপন করলেন “নকলা মানবিক সহায়তা যুব সংস্থা”। ৫ জুন বিকেলে বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে ওই বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। বৃক্ষের চারা রোপন করা হয় কায়দা বাজারদী গোরস্থান মাদরাসায়। গাছের চারার মধ্যে ছিল আম,জাম,কাঠাল,পেয়ারাসহ নানান রকম কাঠ গাছ। 
নকলা মানবিক সহায়তা যুব সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নকলা উপজেলা ছাত্র লীগের অন্যতম সদস্য মো.সাদেকুর রহমান বাবু,নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও শেকড় ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি এ.এম.ফিরোজ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক জনি ইসলাম জনি,অর্থ সম্পাদক ওমর ফারুক,প্রচার সম্পাদক সাব্বির হোসেন শান্ত,ছাত্র কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক তাফসির আহম্মেদ শাকিল,উপজেলা ছাত্র লীগ কর্মী কাজল হাসান তন্ময়সহ অত্র মাদরাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ। 
সংস্থার সভাপতি বলেন,
 “গাছ লাগান প্রাণ বাঁচান”
এই শ্লোগানের মাধ্যমে আমাদের সকলকেই গাছ লাগিয়ে পরিবেশকে সুস্থ রাখার শপথ নেওয়া উচিত। আসুন আমরা সকলে মিলে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করি।