নকলা

নকলায় হাঙ্গার প্রজেক্ট’র এডভোকেসি মিটিং অনুষ্ঠিত

  স্বাধীন বাংলা নিউজ ৩০ অগাস্ট ২০২২ , ৭:৫৯ পিএম অনলাইন সংস্করণ

নকলায় হাঙ্গার প্রজেক্ট’র এডভোকেসি মিটিং অনুষ্ঠিত



নকলায় হাঙ্গার প্রজেক্ট’র এডভোকেসি মিটিং অনুষ্ঠিত
নকলা উপজেলা প্রতিনিধিঃ হাসান মিয়া 
শেরপুরের নকলায় কোভিড-১৯ প্রতিরোধঃ ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা জোরদার করণের লক্ষ্যে স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমূহের সাথে এ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিসের হলরুমে সোমবার
(২৯ আগস্ট) সকাল ১১টায় ইউনিসেফের সহযোগিতায় জেলা সমন্বয়করী জাহিদুল খান সৌরভ’র সভাপতিত্বে দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রিয় অতিথি হিসেবে এলাকা সমন্বয়কারী মোঃ খাইরুল বাশার রাসেল ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সৈয়দা সানজিদা আফরিন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন।
ইনফরমেশন সার্ভিস প্রোভাইডার আবু সাঈদ ইমনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য সহকারী হাফছা আইরিন মিলি ও নাসরিন জাহান, পরিবার পরিকল্পনা পরিদর্শক সুজন মিয়া, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা লুৎফুন নাহার প্রমুখ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, এডভোকেসি সভায় সরকারি কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের ৩০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।