নকলা

নকলাতে পুরোনো ঐতিহ্যের নিদর্শনের দেখা মিললো।

  স্বাধীন বাংলা নিউজ ৯ ফেব্রুয়ারী ২০২৩ , ১০:০৭ এএম অনলাইন সংস্করণ

নকলাতে পুরোনো ঐতিহ্যের নিদর্শনের দেখা মিললো।



নকলাতে পুরোনো ঐতিহ্যের নিদর্শনের দেখা মিললো এই আধুনিক প্রযুক্তির দুনিয়ায়। 
আধুনিক সময়ে এমন দৃশ্য খুব কমই চোখে পরে। বলছিলাম নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামের জিয়া মিয়ার বানানো সরিষা তৈল উৎপন্ন কাঠের চরকির কথা।
তবে তিনি গরুর বদলে ব্যাটারি চালিত অটো ব্যবহার করছেন। 
চর থেকে উন্নত মানের সরিষা সংগ্রহ করে তিনি নিজে উৎপাদন করেন তেল। তিনি বলেন- কনো প্রকার ভেজাল ছাড়া খাঁটি সরিষা সরবরাহ করে থাকি এতে স্থানীয় ক্রেতারা খুবই সন্তুষ্ট। 
প্রতি কেজি সরিষার তেল তিনি চারশত টাকা দরে বিক্রি করছেন।
 বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন আসেন তার কাছে কেউবা দেখতে আবার কেউবা তেল কিনতে। 
সেও খুব লাভবান হচ্ছেন এই পদ্ধতি অনুসরন করে।