নকলা

নকলায় আল হেরা ক্যাডেট মাদ্রাসা এন্ড কিন্ডার গার্টেন স্কুলের যাত্রা শুরু

  স্বাধীন বাংলা নিউজ ৩ জানুয়ারী ২০২৪ , ৯:০৫ এএম অনলাইন সংস্করণ

নকলায় আল হেরা ক্যাডেট মাদ্রাসা এন্ড কিন্ডার গার্টেন স্কুলের যাত্রা শুরু

আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর):

শেরপুরের নকলায় পৌর শহরের প্রাণ কেন্দ্র মধ্য বাজারদীতে আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে গঠিত আল হেরা ক্যাডেট মাদরাসা এন্ড কিন্ডার গার্টেন স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার মাদরাসা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সঞ্চালনা করেন মসজিদে আলী (রাঃ) এর খতিব মুফতি আবু সাইদ কাসেমী।

সরকারি হাজী জালমামুদ কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুল ইসলাম দুলাল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র হাফিজুর রহমান লিটন।

এসময় ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী
খোকন, ফরিদ আহমেদ লালন, তোতা মিয়া, রফিকুল ইসলাম ঝাডুসহ মাদরাসা পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, আল হেরা ক্যাডেট মাদ্রাসা এন্ড কিন্ডার গার্টেন স্কুল ভবিষ্যত প্রজন্মকে কুরআন-হাদীস ও আধুনিক জ্ঞান, ইসলামী সাংস্কৃতিক কর্মকান্ড এবং মানবিক গুণাবলীর উৎকর্ষ সাধনে সঠিকভাবে গড়ে তোলা এই প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য।