নালিতাবাড়ী

নালিতাবাড়ীতে শিক্ষক দিবস পালন।

  স্বাধীন বাংলা নিউজ ২৭ অক্টোবর ২০২২ , ৫:১৮ পিএম অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে শিক্ষক দিবস পালন।

নালিতাবাড়ীতে শিক্ষক দিবস পালন। 

শিক্ষকদের হাত ধরে শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এই স্লোগানে-
শিক্ষক দিবস পালন হলো আজ। 
 উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি মাধ্যমে দিবসটি পালন করে থাকেন। 
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সকাল থেকে দিবস টি পালন করার জন্য সকল শিক্ষক উপজেলার সামনে জমায়েত হন। 
শিক্ষক দের সাথে দিবসটি পালনে র‌্যালিতে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক যোগেন  রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোফাজ্জল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন।উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতি,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ সহ উপজেলার সকল শিক্ষক । 
 এবারই প্রথমবারের মতো ২৭ অক্টোবর বাংলাদেশে ‘শিক্ষক দিবস’ পালন করার ঘোষণা করেছে সরকার। দিবসটি পালন করার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছে। যদিও ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।
১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। বিশ্বের প্রায় ১০০টির মতো দেশ এ দিবসটি পালন করে।