নালিতাবাড়ী

ঋতুরাজ বসন্ত বরণে নালিতাবাড়ীর সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা।

  স্বাধীন বাংলা নিউজ ১৪ ফেব্রুয়ারী ২০২৩ , ৫:৫৪ পিএম অনলাইন সংস্করণ

ঋতুরাজ বসন্ত বরণে নালিতাবাড়ীর সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা।



ঋতুরাজ বসন্ত বরণে নালিতাবাড়ীর সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা। 
আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্ত বরণ।
 এ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের সেঁজুতি বিদ্যানিকেতন স্কুলে সকাল থেকে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা ঋতুরাজ বসন্ত বরণ পালন করেন।
বরণ করতে শিক্ষার্থীরা বিভিন্ন সাজে সেজে বিদ্যালয়ের প্রাঙ্গনে উপস্থিত হন, শিক্ষার্থীদের সাথে অভিবাবক, শিক্ষক, সাংবাদিক, ও সামাজিক ব্যক্তিদের অংশ গ্রহণ ছিলো লক্ষনীয়। যেনো প্রকৃতির সাজে বিভিন্ন কাচা ফুলের রূপ নিয়ে মেয়েদের সৌন্দর্য তাকিয়ে ছিলো বিদ্যালয়ের ক্যাম্পাস। সকলের উপস্থিতিতে সকাল ১০ ঘটিকায় বসন্ত শোভাযাত্রা শুরু হয় বাজারের প্রধান প্রধান সড়ক গুলোতে।
এর পর বিদ্যালয়ের ক্যাম্পাসে অতিথিদের বসন্ত বরণ নিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে দ্বিতীয় প্রোগ্রাম শুরু হয়। এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার, সিনিয়র সাংবাদিক এম হাকাম হীরা, সাংবাদিক সামিদুল ইসলাম তালুকদার, প্রেস ক্লাব নালিতাবাড়ী সভাপতি মান্নান সোহেল,সাংবাদিক হাফিজুর রহমান লাভলু, অভিভাবক সাফিনা আক্তার শিমা,কেয়া নকরেক,রুকুনজ্জামান জুয়েল, কল্পনা নকরেক প্রমুখ।এর পর বসন্ত বরণের রুপে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। শিক্ষার্থীদের অংশ গ্রহণের মধ্য দিয়ে নৃত্য গানে মেতে উঠেন সবাই। সেই সাথে ফোলের দোকান পিঠার দোকান সহ বিভিন্ন স্টল ছিলো। দীর্ঘদিন পর যেনো এমন আয়োজন হলো।
‘কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান/বসন্ত এসে গেছে’ গানের সুরে সুরে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে উৎসবে মেতে ওঠেন শিক্ষার্থীরা। 
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মুনীরুজ্জামান বলেন
, ‘ফাগুন মানেই পলাশ, শিমুল, দখিনা হাওয়া, ফাগুন মানেই হৃদয় রঙিন, ফাগুন মানেই কোকিলের কুহুতান। তাই, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত।’
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাহম্মুদুল হাসান