নকলা

নকলায় বেগুন , সরিষা ও টমেটো চাষে বাম্পার ফলন‌

  স্বাধীন বাংলা নিউজ ৩০ জানুয়ারী ২০২৩ , ১২:০৬ পিএম অনলাইন সংস্করণ

নকলায় বেগুন , সরিষা ও টমেটো চাষে বাম্পার ফলন‌



নকলায় বেগুন , সরিষা ও টমেটো চাষে বাম্পার ফলন‌ 
নকলা উপজেলা প্রতিনিধি: হাসান মিয়া 
নকলা উপজেলার চন্দ্রকোনার ইউনিয়নের চরবাছুর আলগী গ্রামে বেগুন, সরিষা এবং টমেটো চাষ করছেন অনেক কৃষক। কম খরচে বিষমুক্ত বেগুন টমেটো উৎপাদন করে লাভবান হচ্ছেন চাষিরা।
চরবাছুর আলগী গ্রামের কৃষক আম্বিয়া খাতুন নামের এক মহিলা প্রায় আট বিঘ জমিতে আবাদ করেছেন উন্নত জাতের বেগুন। এ পদ্ধতিতে বেগুনখেতকে সব সময় পরিচ্ছন্ন রাখা হয়। বেগুন গাছের মরা ডগা ও পাতা তুলে তা খেতের বাইরে ফেলে দেয়া হয়। পাখির আক্রমণ ঠেকাতে জাল ও পোকা দমনে সেক্স ফেরামোন ফাঁদ ব্যবহার করা হচ্ছে।
শীতকালীন টমেটো চাষে বিপ্লব ঘটিয়েছেন চন্দ্রকোনা কৃষকরা।
 কৃষক হোসেন মিয়া বলেন, টমেটো চাষ করে আমি সফল। এ বছর টমেটো চাষ করে খুব লাভবান হয়েছি।’
শুধু হোসেন মিয়া নয়। শত শত চাষি টন টন টমেটো উৎপাদন করেছেন। জেলার উৎপাদিত টমেটো স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা।