শেরপুর

বাজুস শেরপুরে জেলার অবৈধ কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন

  স্বাধীন বাংলা নিউজ ২৫ মে ২০২৩ , ১০:২৯ পিএম অনলাইন সংস্করণ

বাজুস শেরপুরে জেলার অবৈধ কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন



বাজুস শেরপুরে জেলার অবৈধ কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন 
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর অবৈধ জেলা কমিটির বাতিলের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলার সাধারণ জুয়েলারী ব্যাবসায়ীরা।
আজ বৃহস্পতিবার ২৫ মে দুপুরে শহরের খরমপুর মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। 
এসময় বক্তব্য রাখেন বাজুস শেরপুর জেলা কমিটির সাবেক সহ-সভাপতি মো. শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক সামছুদ্দিন সমেশ, সদস্য আফজাল হোসেন প্রমুখ। মানববন্ধনে অর্ধ শতাধিক জুয়েলারি ব্যবসায়ী ও নেতৃবন্দরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “গত ২০২২ এর ৩০ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির ঘোষিত ৫ সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক চন্দন কুমার ঘোষ কমিটির দুইজন সদস্যকে না জানিয়ে নিজ স্বার্থ চারিতার্থ করতে অতি গোপনে কমিটির ২জন সদস্যকে নিয়ে ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেন যা গঠনতন্ত্র বিরোধী। জেলার সকল জুয়েলারি ব্যবসায়ীকে ভোটার করার নির্দেশনা থাকলেও শতাধিক জুয়েলারি ব্যবসায়ীকে বাইরে রেখে মাত্র ৬৫ সদস্যের ভোটার তালিকা করেন তারা। পরে ২১ জানুয়ারী গোপনে ঘোষিত তফসীল অনুযায়ী ওই অবৈধ ভোট বিহীন পকেট কমিটি ঘোষনা করা হয়।”
আগামী ২৭ মে ওই কমিটির অভিষেক অনুষ্ঠানের ঘোষনা দেয়া হয়েছে। সেই সিদ্ধান্তের প্রতিবাদে আজ দুপুরে এ মানববন্ধন করা হয়।
ওই কমিটি বাতিল করে জেলার সকল জুয়েলারি ব্যবসায়ীকে ভোটার করে নিয়মতান্ত্রিকভাবে কমিটি করার দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, তারা আগামী ২৭ মে শনিবার অভিষেক অনুষ্ঠানের সামনে অবস্থান কর্রসূচী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনকে স্মারকলিপি প্রদান করবেন। 
এ বিষয়ে বর্তমান কমিটির সভাপতি ইলিয়াস আলী শুধু শহরের ব্যবসায়ীদের নিয়ে ভোটার তালিকা করার কথা স্বীকার করে বলেন, “সকল সিদ্ধান্ত আহ্বায়ক কমিটির রেজুলেশন মোতালেব বাস্তবায়ন করা হয়েছে।”