নালিতাবাড়ী

নালিতাবাড়ীতে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে

  স্বাধীন বাংলা নিউজ ২৬ জুলাই ২০২৩ , ৫:০০ পিএম অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে



নালিতাবাড়ীতে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
২৬শে জুলাই বুধবার নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্তরে নানা আয়োজনের মধ্য দিয়ে কৃষি মেলা উদ্বোধন করা হয়।প্রথমে শহরের প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র‍্যালি প্রদক্ষিণ করে, পরে ফিতা কেটে মেলা উদ্বোধন করে- আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অধিদফতরের আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ মেলার আলোচনা সভায়  সভাপতিত্ব করেন,নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টাফার হিমেল রিছিল । 
প্রধান অতিথি হিসাবে উক্ত আলোচনা সাভায় মুঠো ফোনে বক্তব্য রাখেন- নকলা-নালিতাবাড়ী আসনের এমপি,সংসদ উপ নেতা অগ্নি কন্যা বেগম মতিয়া চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল,বিশিষ্ট সিনিয়র সাংবাদিক এম এ হাকাম হীরা, কৃষি সম্প্রসারণ অফিসার আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি মান্নান সোহেল। 
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ। 
আরও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দফতর প্রধানগণ, প্রিন্ট-ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীরা।আলোচনা সভার শেষে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মওদুদ আহাম্মেদ। 
৩ দিনের এ কৃষি মেলায় প্রায় ২৫ টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে।