বাংলাদেশ

আজ শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী

  স্বাধীন বাংলা নিউজ ৮ অগাস্ট ২০২৩ , ২:৪৮ পিএম অনলাইন সংস্করণ

আজ শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী



আজ শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী
১৯৩০ সালের ৮ই আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব। যিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী। শেখ ফজিলাতুন্নেছা হলেন বাংলাদেশের ফাস্ট লেডি। তিনি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জীবনকে করে তুলেছিলেন মসৃণ। রাজনৈতিক দিক দিয়ে তিনি বঙ্গবন্ধুকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সমর্থন দিয়ে গেছেন। বঙ্গবন্ধু যখন রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়ে বারবার কারাবরণ করেছেন তখন তিনি সুন্দরভাবে তার এবং বঙ্গবন্ধুর ছেলে মেয়েকে দেখেছেন সংসার সামাল দিয়েছেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে পরিবারকে আগলে রেখেছেন। আগরতলা মামলার সময় শেখ ফজিলাতুন্নেছা হাজিরা দিতেন। বঙ্গবন্ধুকে সাহস ও প্রেরণা দেওয়ার সাথে সাথে মামলায় অভিযুক্তদেরও সাহস ও প্রেরণা দিতেন।শেখ ফজিলাতুন্নেছা শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণীই ছিলেন না তিনি ছিলেন বঙ্গবন্ধুর সহযোদ্ধা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ঘাতকদের আক্রমণে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব ধানমন্ডি ৩২ এ নিজ বাসায় মৃত্যুবরণ করেন।