বাংলাদেশ

প্রকৃতির অপরূপ রূপে সেজেছে খাদ্য মন্ত্রীর নিজ হাতে গড়া নিয়ামতপুর (নওগাঁ)

  স্বাধীন বাংলা নিউজ ৩০ মে ২০২৩ , ১১:৩৭ পিএম অনলাইন সংস্করণ

প্রকৃতির অপরূপ রূপে সেজেছে খাদ্য মন্ত্রীর নিজ হাতে গড়া নিয়ামতপুর (নওগাঁ)



প্রকৃতির অপরূপ রূপে সেজেছে খাদ্য মন্ত্রীর নিজ হাতে গড়া নিয়ামতপুর (নওগাঁ) দর্শনীয় স্থান ঘুঘুডাঙ্গা তালতলী। 
মোহা নুরানবি হাসান নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি  
প্রকৃতির অপরুপে রুপে সেজেছে নওগাঁ নিয়ামতপুর উপজেলার দর্শনীয় স্থান তালতলি ঘুঘুডাঙ্গা 
  । যত দূর চোখ যায় তালসমরাজ্য রক্তিম অভার হাতছানি দিচ্ছে পুকুরে পানিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল পদ্ম মাঝে মাঝে বেগুনি শাপলার দেখাও মেলে। এখানকার সারিসারি তালগাছ এখানকার সৌন্দয্য কে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ভ্রমণ পিপাসু মানুষ এই ঘুঘুডাঙ্গা সৌন্দর্য উপভোগ করতে এখানে ভিড় জমাচ্ছে।
এই পুকুরের যে অংশে পদ্মা ফুটেছে সেখানে যেতে পর্যটকদের বেশ বিড়ম্বনা পোহাতে হয়না। যাতায়াত ব্যবস্থা ভালো থাকায় কাঙ্ক্ষিত সেই পদ্মা দেখা পেতে অনেকটা আনন্দিত। । পদ্মা
 ফুলের অধিক সমাহার ও সারি সারি তাল গাছের সমারোহ দেখতে ভ্রমণ পিপাসুরা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছে। 
 নিয়ামতপুর উপজেলা হাজিনগর ইউনিয়নে বিশাল সারিসারি তাল সামরাজ্য এটি। সারা দেশের মানুষ অবশ্য এ দর্শনীয় স্থান প্রথমে চিনেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি মহোদয়ের জন্য আজ তালতলীর সৌন্দর্য বেগমান হয়েছে। নিজ হাতে গড়া তাল সমরাজ্য -এটি তালপিঠা উৎসব মেলাকে কেন্দ্র করে। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর সারা দেশের হাজার হাজার মানুষ শত পথ পেরিয়ে দেখতে আসেন, তাল সমরাজ্য।