নালিতাবাড়ী

সেঁজুতি অঙ্গনে পাঠচক্র ও কবিতার ৩য় আসর অনুষ্ঠিত

  স্বাধীন বাংলা নিউজ ২৫ অগাস্ট ২০২৩ , ১০:৩৬ পিএম অনলাইন সংস্করণ



সেঁজুতি অঙ্গনে পাঠচক্র ও কবিতার ৩য় আসর অনুষ্ঠিত 
‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর ২৫ আগস্ট শুক্রবার বিকাল ৫টায় সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। 
‘ ক্ষণজন্মা কবি:সুকান্ত ভট্টাচার্য ‘শিরোনামে একুশে পাঠচক্রে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্য ও রাজনৈনিক জীবন নিয়ে আলোচনা হয়।বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে 
প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন কমরেড জাহিদুল ইসলাম,আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল,মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুসা, স্বাগত বক্তব্য উপস্থাপন করেন শিক্ষক সজল কর্মকার। 
সঞ্চালনা করেন কবি মোজাহিদ আমিন।আলোচনা শেষে স্বরচিত কবিতা পাঠ করেন ছড়াকার শহীদুল ইসলাম ফকির,অবনি অনিমেষ প্রমুখ।