নালিতাবাড়ী

মদ্যপানে মাতাল হয়ে নদীতে ডুবে ১২ ঘন্টা পর মরদেহ উদ্ধার

  স্বাধীন বাংলা নিউজ ৩১ মার্চ ২০২৪ , ৫:৪৪ পিএম অনলাইন সংস্করণ

মদ্যপানে মাতাল হয়ে নদীতে ডুবে ১২ ঘন্টা পর মরদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীতে শনিবার রাত ৯ টার দিকে মদ্যপানে কিছুটা মাতাল অবস্থায় নাকুগাঁও স্থলবন্দর এলাকার ব্রিজের উত্তর পাশ দিয়ে ভোগাই নদী পাড় হয়ে নিজ বাড়িতে ফিরতে গিয়ে নদীতে নামলে অপরিকল্পিতভাবে উত্তোলিত বালুর প্রায় ১৫/২০ ফুট গর্তের পানিতে ডুবে যান বসির আলী(৪৫)নামে এক ব্যক্তি। এসময় আশপাশের লোকজন টের পেয়ে তাকে উদ্ধারের জন্য রাতব্যাপী নদীতে খোঁজাখুজি করেও সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিস ও নালিতাবাড়ী থানা পুলিশ কে অবগত করা হয়।
রবিবার (৩১ মার্চ) সকাল ৯ টার দিকে নিখোঁজের ১২ ঘন্টা পর ওই মরদেহ উদ্ধার করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিহত বসির উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গুচ্ছ গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

এ নিয়ে ফায়ার সার্ভিসের নালিতাবাড়ীর ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বিষয়টি অবগত হওয়ার পর আমরা জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী সাইফুল ইসলামকে সাথে নিয়ে আমরা উদ্ধার অভিযান চালিয়ে বসির মিয়াকে উদ্ধার করতে সক্ষম হই।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, নাকুগাঁও ব্রিজ সংলগ্ন ভোগাই নদী থেকে বসির মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য আবেদনের প্রেক্ষিতে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলেও ওসি জানান।