নালিতাবাড়ী

নালিতাবাড়ীতে বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমান আদালত মাঠে নেমেছে।

  স্বাধীন বাংলা নিউজ ১ এপ্রিল ২০২৩ , ৩:৪৭ পিএম অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমান আদালত মাঠে নেমেছে।



নালিতাবাড়ীতে বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমান আদালত মাঠে নেমেছে।  
 চলমান পবিত্র মাহে রমজান মাসে দ্রব্যমুল্য সহনীয় থাকার লক্ষ্যে নালিতাবাড়ী বাজার অভিযানে ভ্রাম্যমান আদালত। 
পবিত্র মাহে রমজানে সারা বাংলাদেশে অসাধু ব্যবসায়ীদের দ্রব্যমুল্য অনৈতিকভাবে বৃদ্ধির কারনে মুলত এই অভিযান পরিচালনা করা হয়। অসাধু ব্যবসায়ীরা কোনো ভাবে যেনো দ্রব্যমুল্য ন্যায্যমুল্যের বিপরীতে বাড়াতে না পারেন মুলত সেই কারনেই নালিতাবাড়ী বাজারে এই ভ্রাম্যমান আদালতের অধীনে এই বিশেষ মোবাইল কোর্টটি পরিচালিত হয়।
০১ এপ্রিল শনিবার নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল অভিযানটি পরিচালনা করেন এবং এই সময় তরমুজ পিস হিসাবে কিনে কেজি দরে বিক্রি, দোকানে মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করার কারণে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতা‌বেক ৪জন কে ২৫০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
অন্যদিকে বাজারের মুল সড়কের উপর অস্থায়ী দোকানগুলোকে উচ্ছেদ ও পরবর্তীতে পুনরায় অস্থায়ী দোকান না স্হাপনের জন্য সতর্ক করেন। পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিসিল তাদের এই অভিযান চলমান থাকবে বলে জানান এবং প্রত্যেক দোকানিকে দ্রব্যমুল্য তালিকা সংরক্ষণের নির্দেশ দেন।