দেশজুড়ে

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আস্থা প্রকল্পের যুব ফোরাম গঠন সভা অনুষ্ঠিত

  স্বাধীন বাংলা নিউজ ৯ ডিসেম্বর ২০২৩ , ১২:৩১ এএম অনলাইন সংস্করণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আস্থা প্রকল্পের যুব ফোরাম গঠন সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান,(ঝিনাইগাতী) শেরপুর প্রতিনিধিঃশেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় দাতা সংস্থা সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন এর অর্থায়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতি এর আয়োজনে ঝিনাইগাতী খাদ্য ব্যবসায়ী সমবায় সমিতি মিলনায়তনে আস্থা প্রকল্পের যুব ফোরাম গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় আস্থা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং যুব ফোরামের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জনাব ফিরোজ আহমেদ, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আস্থা প্রকল্প ও স্বাবলম্বী উন্নয়ন সমিতি, শেরপুর। তিনি বলেন, আস্থা প্রকল্পটি তৃণমূল পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, একটি সহনশীল ও অহিংস যুব সমাজ গঠনে ভূমিকা রাখবে।

পাশাপাশি জাতীয় যুব নীতির আলোকে প্রান্তিক যুবগোষ্ঠীর নারী-পুরুষ এর সমাজ ও দেশের উন্নয়নে সম্পৃক্তকরণের উদ্যোগ নিবে।

আস্থা প্রকল্পের জেলা ফিল্ড অফিসার সাইকা উম্মাসীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ৩০ সদস্য বিশিষ্ট যুব ফোরাম গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে জনাব মোঃ সোহেল রানাকে ঝিনাইগাতী উপজেলার আস্থা প্রকল্পের যুব ফোরাম এর আহ্বায়ক নির্বাচিত করা হয়। যুব ফোরাম এর সদস্যরা আগামী তিন মাসের জন্য তাদের কর্মপরিকল্পনা প্রণয়ন করেন এবং কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নের জন্য অঙ্গীকার করেন।