শেরপুর

শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্তর জের ধরে বৃদ্ধাকে হুমকির অভিযোগ

  স্বাধীন বাংলা নিউজ ১২ নভেম্বর ২০২৩ , ১২:৩১ এএম অনলাইন সংস্করণ

শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্তর জের ধরে বৃদ্ধাকে হুমকির অভিযোগ।

মিজানুর রহমান,(ঝিনাইগাতী)
শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামে জমি সংক্রান্তর জের ধরে এক বৃদ্ধা মহিলাকে হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে । মৃত নজরুল ইসলামের সহর্ধমিণী মোছা: আনোয়ারা বেওয়া (৬৫)কে মৃত খবির উদ্দিন সরকারের ছেলে এমদাদুল ইসলাম ও মোছা: শহিদুল ইসলামের স্ত্রী রৌশনারা জমি সংক্রান্তর জের ধরে প্রাণনাশের হুমকি প্রদান করেন । অভিযোগ সূত্রে জানা গেছে বাদী বিবাদী পাশাপাশি বাড়ীতে বসবাস করার ফলে বসতভিটার জমি সংক্রান্তর জের ধরে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে ।আনোয়ারা বেওয়া বাড়িতে না থাকার ফলে বসত বাড়ির জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করে এবং তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে অকথ্য ভাষায় গালিালাজ করে বলে জানা গেছে।এ ব্যাপারে আনোয়ারা বেওয়া নিরাপত্তা হীনতায় ভূগছে জানিয়ে বলেন ন্যায় বিচারের সার্থে আমি তিজনকে সাক্ষি করে দুইজনকে বিবাদী করে ঝিনাইগাতী থানায় অভিযোগ দায়ের করেছি । পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগ পেয়েছি তদন্তর কাজ চলছে।