শেরপুর

দেশব্যাপী অবরোধ কর্মসূচিতে শেরপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করলেন পুলিশ সুপার

  স্বাধীন বাংলা নিউজ ৬ নভেম্বর ২০২৩ , ৬:২৩ পিএম অনলাইন সংস্করণ

দেশব্যাপী অবরোধ কর্মসূচিতে শেরপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করলেন পুলিশ সুপার

মিজানুর রহমান, (ঝিনাইগাতী) শেরপুর প্রতিনিধিঃদেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচিতে শেরপুর জেলার নালিতাবাড়ী ও নকলা থানাধীন গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে জেলা পুলিশ কর্তৃক গৃহীত সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা পরিকল্পনা সরজমিনে তদারকি করেন পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ডিউটিরত পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং জনসাধারণের যানবাহন চলাচলে বাধা, নাশকতা ও অগ্নি সন্ত্রাস প্রতিরোধে উপস্থিত জনসাধারণকে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব মোঃ দিদারুল ইসলাম, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এমদাদুল হক, নকলা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল কাদের মিয়া সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।