জামালপুর

বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র কমিটির আলোচনা সভা 

  স্বাধীন বাংলা নিউজ ১৫ অক্টোবর ২০২৩ , ৯:৩১ পিএম অনলাইন সংস্করণ

বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র কমিটির আলোচনা সভা 



মাদারগঞ্জ প্রতিনিধি 


আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাদারগঞ্জের ৬৫টি ভোট কেন্দ্রে সুষ্ঠ ও সুন্দরভাবে নির্বিঘ্নে সকল ভোটারবৃন্দ যেন ভোট দিতে পারে এবং ভোটার উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে এরই ধারাবাহিকতায় বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে বালিজুড়ী বাজারস্থ দলীয় কার্যালয়ে বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  কেন্দ্র কমিটির আহবায়ক অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ গোলাম রব্বানী’র সভাপতিত্বে ও  সদস্য সচিব রায়হান রহমতুল্ল্যাহ রিম’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুর রহমান বেলাল।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু অরুণ কুমার সাহা ও আতাউর রহমান আবু তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর জান্নাতুল ইসলাম সোহেল, সদস্য বাবু রাজন কুমার সাহা,  শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, কেন্দ্র কমিটির সদস্য মির্জা শিপনসহ কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ।  পরে  মসজিদের আওতায় সমাজ ভিত্তিক কমিটির নেতাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।  এ সময় মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক কামরুল হাসান, মাদারগঞ্জ শহর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মির্জা গোলাম মওলা সোহেল, কাউন্সিলর হাসানুজ্জামান সাগর সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অতি নিকটে আমরা কেন্দ্র কমিটির সকল সদস্য সহ মসজিদ সমাজ ভিত্তিক কমিটি গুলো যার যার নিজ বাড়ীসহ সকল ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে আওয়ামীলীগ সরকারের যাবতীয়  উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে এবং ভোটারদের বুঝাতে হবে সকাল সকাল ভোট কেন্দ্রে আসার জন্য উৎসাহ প্রদান করতে হবে।