নালিতাবাড়ী

আশ্বিনের বর্ধিত আষাঢ়ে একুশে পাঠচক্র অনুষ্ঠিত

  স্বাধীন বাংলা নিউজ ২৩ সেপ্টেম্বর ২০২৩ , ১২:৫০ এএম অনলাইন সংস্করণ

আশ্বিনের বর্ধিত আষাঢ়ে একুশে পাঠচক্র অনুষ্ঠিত

‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫টায় সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
‘শিশুদের মুঠোফোন আসক্তি ‘শিরোনামে একুশে পাঠচক্রে শিশুদের মুঠোফোন আসক্তির সামসময়িক প্রেক্ষাপট নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা হয়।মাহমুদুল আহসান লিটন এর সভাপতিত্বে
প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন তারাগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন ,আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন কবি কবীর মুকুল প্রদীপ,
সঞ্চালনা করেন কবি ও শিক্ষক মুজাহিদ আমিন।আলোচনা শেষে স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়েই সমাপ্তি ঘটে একুশে পাঠচক্রের ৭ম আসর।