সমগ্র বাংলা

অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

  স্বাধীন বাংলা নিউজ ২২ নভেম্বর ২০২১ , ৪:০৬ এএম অনলাইন সংস্করণ

অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

 ঢাকার সাভারে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক রাজধানীর শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার ঢাকা-আরিচা মহাসড়কে সাভার বাজার বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা আক্তার দিনা (১৯) শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের চর তুলাতলী গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সাভার মডেল থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, দিনা সাভারের ভাকুর্তা থেকে এক বন্ধুর বাসায় সাভারের রেডিও কলোনির দিকে যাচ্ছিলেন। সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে একটি অটোরিকশা নিয়ে রেডিও কলোনি যাওয়ার পথে সিটি সেন্টারের সামনে গেলে অসাবধানতাবশত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে যায়।

এসআই জাহিদুর বলেন, এ সময় রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।