নকলা

বিভাগীয় পর্যায়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রথম স্থান অধিকার করলেন নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়

  স্বাধীন বাংলা নিউজ ২০ এপ্রিল ২০২২ , ৫:৪৮ পিএম অনলাইন সংস্করণ

বিভাগীয় পর্যায়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রথম স্থান অধিকার করলেন নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়



বিভাগীয় পর্যায়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রথম স্থান অধিকার করলেন নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
নিজস্ব প্রতিনিধি:- হাসান মিয়া ( স্বাধীন বাংলা নিউজ ডেস্ক)
আজ মঙ্গলবার ময়মনসিংহে বিভাগীয় কমিশনার কার্যালয়ে ৪৩ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন হয়েছে । এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুর রহমান রেজা বিশ্বাস বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ও ব্যারিস্টার মোহাম্মদ হারুন-অর-রশিদ এবং জনাব মোঃ এমদাদুল হক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আমান উল্লাহ , অধ্যক্ষ ময়মনসিংহ আনন্দমোহন কলেজে এবং আরো অনেক গুনিজন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এই আয়োজনে অংশগ্রহণ করেছে ময়মনসিংহের জেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ। এই আয়োজনটি তত্ত্বাবধানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও
পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এবং এই মেলায় প্রথম স্থান অর্জন করছেন নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানীরা । নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানীদের বানানো ৩ টি প্রজেক্ট উপস্থাপন করেন এবং এর মধ্যে বহুমুখী বুদ্ধিমত্ত্বা সম্পন্ন রোবোট প্রজেক্টটি সকলের নজর কেড়েছে । যার মাধ্যমে যেকোনো ধরণের প্রশ্ন করা হলে সেটির তাৎক্ষণিক উওর এবং বিপদজনক জায়গা এটি কাজ করতে পারবে এমনকি মারাত্মক দুর্ঘটনা যেমন আগুন নিভাতে সক্ষম । এই প্রজেক্ট গুলো তৈরি করেন দশম শ্রেণীর শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা ,সুমা ও উর্মি । এবং এই কাজে সহযোগিতা করেছেন উক্ত প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (বিজ্ঞান ) এর তাওহিদুল ইসলাম সবুজ স্যার। পুরষ্কার বিতরণীর সময় বিভাগীয় কমিশনারের কাছে থেকে প্রথম পুরস্কার ও সার্টিফিকেট গ্রহন করেন নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা জাতীয় পর্যায়ে তাদের প্রজেক্ট গুলো অংশগ্রহণ করবে।