শেরপুর

শেরপুরে ৬দিন ব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন

  স্বাধীন বাংলা নিউজ ২৩ ফেব্রুয়ারী ২০২৩ , ১১:০০ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে ৬দিন ব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন



শেরপুরে ৬দিন ব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন
শেরপুর প্রতিনিধি:
 শেরপুরে ৬ দিন ব্যাপী ভ্রাম্যমান বই মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের মুক্ত মঞ্চে এ মেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহমুদুল হক। 
এসময় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবাইদুল্লাহ, সহযোগী অধ্যাপক শিব সংকর কারুয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু প্রমূখ বক্তব্য রাখেন। এসময় জেলার বিভিন্ন সাহিত্য-সংস্কৃতি সংগঠনের নেতৃবন্দ, শিক্ষার্থী, কবি-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতি মন্ত্রনালয়ের সহযোগিতায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে এ মেলায় প্রায় ৮ হাজার বই ২০ থেকে ৩০ ভাগ ছাড়ে বিক্রয় ও প্রদর্শন করা হবে। 
মেলা প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।