নকলা

প্রাথমিক বৃত্তি পেয়ে শতভাগ সাফল্য অর্জন জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

  স্বাধীন বাংলা নিউজ ২ মার্চ ২০২৩ , ১:০৯ এএম অনলাইন সংস্করণ

প্রাথমিক বৃত্তি পেয়ে শতভাগ সাফল্য অর্জন জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা



প্রাথমিক বৃত্তি পেয়ে শতভাগ সাফল্য অর্জন করল জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
হাসান মিয়া,
নকলা উপজেলা প্রতিনিধি: 
শেরপুর জেলাধীন নকলা উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এই বছরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৮ জন শিক্ষার্থী অংশ করেন । এবং এই আটজনের মাঝে ৮ জনই কৃতিত্বের সাথে একজন ট্যালেন্ট পুলের বৃত্তি এবং বাকি সাতজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে সাফল্য অর্জন করেন ।
জানা যায় সারাদেশে ন্যায় শেরপুর জেলাতেও এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয় এবং নকলা উপজেলা হতে মোট ১০৯ জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয় ।এর মধ্যে ৮ জন শিক্ষার্থী হচ্ছে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
এই বিষয়ে সহকারী শিক্ষক মোঃ আব্দুস সালাম জানান, তাদের এই সাফল্য যেন বিদ্যালয়টির সুনাম কুড়িয়ে এনেছে । এবং এই সাফল্যের কারণে তারা সর্বমহলে প্রশংসিত হচ্ছেন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলেন – তারা শিক্ষার্থীদের এমন ভাবে গড়ে তুলতে চেষ্টা করেন যাতে প্রত্যেকটি বিষয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে অত্র প্রতিষ্ঠানের সুনাম বজায় রাখতে পারেন এবং দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারেন।