শেরপুর

জাতীয় পতাকার আদলে সাজানো হয়েছে শেরপুর এটিআই ধান ক্ষেতের ক্যানভাস।

  স্বাধীন বাংলা নিউজ ২৪ মার্চ ২০২৩ , ১০:৪৫ পিএম অনলাইন সংস্করণ

জাতীয় পতাকার আদলে সাজানো হয়েছে শেরপুর এটিআই ধান ক্ষেতের ক্যানভাস।



জাতীয় পতাকার আদলে সাজানো হয়েছে শেরপুর এটিআই ধান ক্ষেতের ক্যানভাস। 
২৪ মার্চ সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি । 
নির্মিত পতাকাটির দৈর্ঘ্য – ১৬০ ফুট, প্রস্থ-৯৬ ফুট এবং লাল বৃত্তের ব্যাসার্ধ-৩২ ফুট।
পতাকার সবুজ অংশে বঙ্গবন্ধু ধান ১০০ ও হাইব্রিড ধান এবং লাল অংশে দুলালী সুন্দরী ধান ব্যবহৃত করা হয়েছে। উদ্বোধন ও উদ্বুদ্বকরণ সভা শেষে বৃক্ষরোপণ করা হয়।