শেরপুর

শেরপুরে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবীতে মানববন্ধন

  স্বাধীন বাংলা নিউজ ১৯ মার্চ ২০২৩ , ১০:০৯ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবীতে মানববন্ধন



শেরপুরে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবীতে মানববন্ধন
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে একাত্তোরের মুক্তিযুদ্ধে বাঙালী গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।রোববার(১৯ মার্চ) সকালে শহরের নয়ানীবাজারস্থ ঐতিহাসিক পাকবাহিনীর টর্চার সেল খ্যাত সুরেন্দ্রমোহনের বাড়ির সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে সেক্টার কমান্ডার্স ফোরাম শেরপুর জেলা শাখা। 
এসময় ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, ড. সুধাময় দাস, হারেজ আলী, আব্দুর রহিম বাদল প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়া অন্যান্য সদস্য, সুধী মহল, সাংবাদিকবৃন্দরা মানববন্ধনে অংশ নেয়।
এসময় বক্তারা একাত্তোরে গণহত্যার স্থানগুলোকে চিহৃতকরণ ও সংরক্ষন, একাত্তোরে বাংলাদেশের কালো রাত্রী হিসেবে পরিচিত ২৫ মার্চকে গণহত্যা দিবস এবং গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবী জানানো হয়।