শেরপুর

শ্রীবরদী পাহাড়ি ঝোড়ায় গোসল করতে গিয়ে ১ শিশুর মৃত্যু

  স্বাধীন বাংলা নিউজ ১ মে ২০২৩ , ৯:২২ পিএম অনলাইন সংস্করণ

শ্রীবরদী পাহাড়ি ঝোড়ায় গোসল করতে গিয়ে ১ শিশুর মৃত্যু



শ্রীবরদী পাহাড়ি ঝোড়ায় গোসল করতে গিয়ে ১ শিশুর মৃত্যু 
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলার পাহাড়ি ঝোড়ার পানিতে গোসল করতে গিয়ে বাঁশের খুঁটি বুকে বিধে ইব্রাহিম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ইব্রাহিম(বাবু) উপজেলার কর্ণঝোড়া গ্রামের আফরোজ আলীর ছেলে ।
নিহত ইব্রাহিমের বাবা আফরোজ আলী জানান, বিকেলে তার ছেলে এলাকার ছেলে-মেয়েদের সাথে গোসল করতে বাড়ির পাশের ঝোড়ার পানিতে গোসল করতে যায়। এক পর্যায়ে ইব্রাহিম ঝোড়ার পাড় থেকে লাফ দিয়ে ঝোড়ার পানিতে পড়লে বাঁশের খুঁটি বুকে লেগে ছিদ্র হয়ে যায়। তারপর তাকে গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে দায়িত্বরত ডাক্তার ইব্রাহিমকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় শিশুটির পরিবারে নেমেছে শোকের ছায়া।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহত ইব্রাহিমের বাবা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।