শেরপুর

শ্রীবরদীতে বন্য হাতির পায়ে পিষ্ট একজন

  স্বাধীন বাংলা নিউজ ১ মে ২০২৩ , ৯:৫০ পিএম অনলাইন সংস্করণ

শ্রীবরদীতে বন্য হাতির পায়ে পিষ্ট একজন



শ্রীবরদীতে বন্য হাতির পায়ে পিষ্ট একজন।

 

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্য হাতির পায়ে পিষ্ট আব্দুল হামিদ (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ মে) উপজেলার মালাকুচা এলাকায় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ রাণীশিমুল ইউনিয়নের হাতিবর টিলাপাড়া এলাকার মৃত ছামেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার মালাকুচা এলাকায় খাদ্যের সন্ধানে একপাল হাতি স্থানীয় কৃষকদের ধান খেতে হানা দেয়। এতে কৃষকরা ফসল রক্ষা করতে মশাল জ্বালিয়ে ও লাঠি হাতে নিয়ে বন্যহাতির পালটিকে তাড়ানোর চেষ্টা করে। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে আব্দুল হামিদ গুরুতর আহত হন। 
পরে স্থানীয় আহত আব্দুল হামিদকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই এলাকায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজমান থাকায় বনবিভাগ থেকে এখনো ঘটনাস্থল পরিদর্শন করা যায়নি। তবে তিনি বলেন, নিহত আব্দুল হামিদের পরিবারকে সরকারীভাবে ৩ লাখ টাকা অনুদান দেওয়া হবে।