শেরপুর

ঝিনাইগাতিতে বজ্রপাতে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু

  স্বাধীন বাংলা নিউজ ১১ মে ২০২৩ , ৯:১২ পিএম অনলাইন সংস্করণ

ঝিনাইগাতিতে বজ্রপাতে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু



ঝিনাইগাতিতে বজ্রপাতে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু 
শেরপুর প্রতিনিধি :
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কুচনীপাড়া গ্রামে বজ্রপাতে অন্তর নামে ৯ম নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(১১মে) বিকেলে ওই ঘটনা ঘটে। নিহত অন্তর ওই গ্রামের হারুণ মিয়ার একমাত্র ছেলে ও কুরুয়া হাসমত আলী কিন্ডার গার্ডেন স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। হারুন মিয়ার এক ছেলে ও এক মেয়ের মধ্যে রতন ছোট। 
নিহতের পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ২ ঘটিকার দিকে আকর্ষিকভাবে প্রচন্ড ঝড় সহ শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় অন্তর তাদের বসতবাড়ির জানালা দরজা বিহীন একটি ঘরে আশ্রয় নেয়। এ সময় ওই ঘরের উপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই রতন মারাত্মক ভাবে আহত হয়।
 রতনের পরিবার রতনকে দ্রুত উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন।
 রতনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।তাকে শেষ বারের মতো এক নজর দেখতে বাড়িতে এলাকাবাসীর উপচেপড়া ভীড় জমেছে।