শেরপুর

শেরপুরে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

  স্বাধীন বাংলা নিউজ ১৫ এপ্রিল ২০২৩ , ১২:৫২ এএম অনলাইন সংস্করণ

শেরপুরে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু



শেরপুরে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু 
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ের জুলগাওয়ে বন্য হাতি তাড়াতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে করিম মিয়া (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার(১৩এপ্রিল) রাতে একই সময় খবির মিয়া নামে অপর এক কৃষক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার গারো পাহাড়ের জুলগাওয়ে তিনটি বন্য হাতি ফসলী জমিতে ধান খেতে থাকে। এসময় স্থানীয় ৭/৮জন কৃষক মিলে হাতি তাড়াতে যায়। পরে হাতি তাদের উল্টো আক্রমন করে। এসময় হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষক করিম ঘটনাস্থলেই প্রাণ হারায়। আর অপর কৃষক খবির মিয়া গুরতর আহত হয়। পরে তাকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
বালিজুড়ী রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে করিম মিয়াসহ৭/৮জন কৃষক ফসলি জমি বাচাতে হাতি তাড়াতে যায়। পরে হাতির আক্রমণে সে নিহত হয়। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় ৭/৮জন কৃষক মিলে হাতি তাড়াতে যায়। এরপর হাতির পায়ে পিষ্ট হয়ে করিম মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনা শুনার সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।