বাংলাদেশ

ত্রিপুরা ছাএ সংসদ খাগড়াছড়ি সদর শাখার ২য় তম কমিটি গঠন,

  স্বাধীন বাংলা নিউজ ২০ মে ২০২৩ , ৯:৪৩ পিএম অনলাইন সংস্করণ

ত্রিপুরা ছাএ সংসদ খাগড়াছড়ি সদর শাখার ২য় তম কমিটি গঠন,



ত্রিপুরা ছাএ সংসদ খাগড়াছড়ি সদর শাখার ২য় তম কমিটি গঠন,
খাগড়াছড়ি প্রতিনিধি 
ঐক্য শিক্ষা সংস্কৃতি প্রগতি  
টিসিএস এর মূলনীতি 
 শনিবার (২০মে)ত্রিপুরা ছাত্র সংসদ(TCS) খাগড়াছড়ি সদর কমিটি ১৭ সদস্য বিশিষ্ট ২য় তম কাউন্সিল সম্পন্ন করা হয়েছে।”Dopha tei Laibuma nw mathangni bagwi joto thansa wngdi” এ শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি সদর বানৌক গেস্ট হাউস হলরুমে টিসিএস খাগড়াছড়ি সদর শাখা ২য় তম কাউন্সিলে 
মাচাং দোয়েলময় ত্রিপুরাকে সভাপতি,
মাচাং পিযুষ ত্রিপুরাকে সাধারণ সম্পাদক
 মাচাং আর্জিন ত্রিপুরাকে
 সাংগঠনিক সম্পাদক দিয়ে ১৭ সদস্য বিশিষ্ট ২য় তম কমিটি গঠন করা হয়েছে। আলোচনাসভায় টিসিএস কেন্দ্রীয় কমিটির তথা পানছড়ি উপজেলার সংগঠক মাচাং মিন্টু বিকাশ ত্রিপুরার সঞ্চালনায়,কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাচাং শুভ ত্রিপুরার সভাপতিত্বে,এতে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য মাচাং সুপ্রিয় ত্রিপুরা, বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা কমিটির আহবায়ক মাচাং জগৎ জ্যোতি ত্রিপুরা, বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ এ-র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাচাং সাগর ত্রিপুরা,খাগড়াছড়ি সদর কমিটির সভাপতি মাচাং দোয়েলময় ত্রিপুরাসহ, বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ এ-র কেন্দ্রীয় কমিটির সন্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক
 মাচাং রুবেল ত্রিপুরা বলেন, ত্রিপুরাদের আর্থিক-সামাজি-সাংস্কৃতিক উন্নয়নে,সামাজিক সচেতনতা,শিক্ষা আন্দোলন জোরদার করতে, অপসংস্কৃতি বর্জন,জাতীয় ইতিহাস-ঐতিহ্য বজায় রাখতে,মাদকমুক্ত সুশৃঙ্খল সমাজ গঠনের জন্য আর্দশ ছাত্র নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান।জাতির আর্দশ ছাত্ররাই আগামীতে জাতির আলোর দিশারী হবে।তিনি বলেন ত্রিপুরা ছাত্র সংসদ হচ্ছে আর্দশ ছাত্র নেতৃত্ব গড়ে তোলার পাঠশালা।